টানা ছুটিতে সাগরপারে পর্যটকদের উচ্ছ্বাস

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-৩০ ১৫:২৬:৫৪


সাপ্তাহিক বন্ধসহ টানা তিন দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকত এখন পর্যটকে ভরপুর। শহরের হোটেল-মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলো জমজমাট। সাগরপারের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত তিন কিলোমিটার সমুদ্রসৈকত এলাকায় উৎসবের আমেজ। সপ্তাহব্যাপী পর্যটন উৎসবকে কেন্দ্র করে আগেই বর্ণিল সাজে সাজানো হয় কক্সবাজারকে।

পর্যটন মেলা ও বিচ কার্নিভালে দর্শনার্থীরা আনন্দময় সময় কাটাচ্ছেন।

সাগরপারে দর্শনার্থীদের উচ্ছ্বাস, দিনভর আনন্দপর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তিন দিনে অন্তত চার থেকে পাঁচ লাখ পর্যটক কক্সবাজার আসবেন। ট্রিপ জোন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক জিকু পাল জানান, মূলত তিন দিনের ছুটিতেই পর্যটক সমাগম থাকবে। মেলার আয়োজন থাকায় বাড়তি আনন্দ পাচ্ছেন পর্যটকরা।

শুক্রবার বিকেলে সৈকতে গিয়ে দেখা গেছে, সৈকতের তিন কিলোমিটার এলাকায় সাজ সাজ রব। লাবণী পয়েন্ট সৈকতে নামার ফটকে মেলা ও বিচ কার্নিভাল উপলক্ষে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মঞ্চের সামনে সড়কের দুই পাশে সারি সারি স্টল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মেলায় ঘোরাঘুরি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার সুযোগ রাখা হয়েছে

এ ছাড়া পর্যটকরা কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে যাচ্ছে দরিয়া নগর, হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক, টেকনাফ ও সেন্ট মার্টিন ছুটছেন। কেউ কেউ ছুটছেন মহেশখালীর আদিনাথ মন্দির, রামুর বৌদ্ধ পল্লী, ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক ও কোলাহলমুক্ত নৈসর্গিক বিনোদনকেন্দ্রগুলোতে।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে মৌসুমের শুরুতেই পর্যটন মেলা ও বিচ কার্নিভালের আয়োজন করা হয়েছে। এ জন্য পর্যটন সেবা সংশ্লিষ্ট খাতগুলোতে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার ছিল পর্যটন মেলা ও বিচ কার্নিভালের তৃতীয় দিন। এদিন সন্ধ্যায় ‘পর্যটন আবাসন খাতে বিনিয়োগ সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক সেমিনার হয়। জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. জাফর আলম। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিন অং, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আবুহেনা ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম।

এনজে