ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন হাবিবুর রহমান

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-৩০ ১৭:১০:২৯


ঢাকা মহানগর পুলিশের ৩৬তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। তিনি বিদায়ি কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্থলাভিষিক্ত হলেন।

দীর্ঘ ৩২ বছর আট মাসের চাকরিজীবনের ইতি টেনে অবসরজনিত ছুটিতে যাচ্ছেন সদ্যোবিদায়ি ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। শনিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে কর্মজীবন শেষ করেন তিনি।

এ সময় দায়িত্ব গ্রহণ করেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।

বিদায়ি ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে আনুষ্ঠানিকভাবে রীতি অনুযায়ী পুলিশ সদস্যরা ফুলের রশি দিয়ে গাড়ি টেনে বিদায় জানান। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এম জি