নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-০১ ১১:১০:২৫
করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। বর্তমানে তিনি আইসোলেশনে থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
রোববার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার থেকে হিপকিন্সের শরীরে সর্দি এবং ফ্লুর লক্ষণ রয়েছে। এই পরিস্থিতিতে আগামী পাঁচ দিন বা কোভিড-১৯ নেগেটিভ না আসা পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন। তিনি জুমের (ভিডিওকলিং অ্যাপ) মাধ্যমে যে কাজগুলো করতে পারেন, তা চালিয়ে যাবেন।
আগামী ১৪ অক্টোবর নিউজিল্যান্ডে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে হিপকিন্সের দল লেবার পার্টি ফের জয়ী হতে চাইছে। এর আগ মুহূর্তে করোনায় আক্রান্ত হলেন হিপকিন্স। এর ফলে তাকে নির্বাচনী প্রচারণা থেকে সাময়িকভাবে দূরে থাকতে হবে।
এ ছাড়া রোববার অকল্যান্ডে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল হিপকিন্সের। এখন ওই অনুষ্ঠানে যোগ দেবেন উপ-প্রধানমন্ত্রী কারমেল সেপুলোনি।
এর আগে, গত আগস্টে করোনাভাইরাস সংক্রান্ত সব বিধিনিষেধ তুলে নেয় নিউজিল্যান্ড সরকার।
এম জি