দর পতনের শীর্ষে এমারেল্ড অয়েল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-০১ ১৫:৩৩:৪১


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১১৬ বারে ৭ লাখ ৭৩ হাজার ৬৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৭৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে মিরাকলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৩৩১ বারে ১৪ লাখ ৯৯ হাজার ৪৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৭৩ বারে ৪ লাখ ৬৫ হাজার ৭৭২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ন্যাশনাল ফিড মিলসের ৮.২১ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৭.৫৮ শতাংশ, আরডি ফুডের ৭.৪০ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.২০ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৭.০৮ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৬.৮৩ শতাংশ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৬.৬৫ শতাংশ শেয়ার দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস