তথ্য কমিশনের পরিচালক হলেন আবদুল ওয়াদুদ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-০৩ ১৫:০৫:২৫


তথ্য কমিশন বাংলাদেশের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা ক্যান্টনমেন্টের ক্যান্টনমেন্ট নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ। তার চাকরি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা ক্যান্টনমেন্টের ক্যান্টনমেন্ট নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদকে তথ্য কমিশন বাংলাদেশের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এম জি