খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসায় পাঠানোর দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-০৩ ১৫:৪৭:২৫


খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও তাঁর মুক্তির দাবিতে ঢাকার নিম্ন আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থি আইনজীবীরা।

মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভটি শুরু হয়ে আদালত এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের মন্ত্রীরা বিদেশে চিকিৎসার জন্য যায়, অথচ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদেশে যেতে পারছেন না। অবিলম্বে সরকারকে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে হবে।

এদিকে বিএনপিপন্থি আইনজীবীদের এ বিক্ষোভ কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মূল সড়কে বের হওয়ার ফটকটি বন্ধ করে অবস্থান নেয়।

কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। এসময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি।

এম জি