আগুনে পুড়ে ঘুমন্ত ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১০-০৪ ১৪:৩৪:২৭


ফেনীতে ঘরে অগ্নিকাণ্ডে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি এলাকায় এ ঘটনা ঘটে। তবে স্বজনদের দাবি, পূর্ববিরোধের জেরে ঘরে আগুন দিয়ে দুই শিশুকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে। পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

মৃত শিশুরা হলো-বিরিঞ্চি এলাকার মুহাম্মদ রনি হোসেনের ছেলে মাইদুল ইসলাম ওরফে শাহাদাত (১৩) ও রাহাদুল ইসলাম ওরফে গোলাপ (৬)। শাহাদাত সপ্তম আর গোলাপ দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত একটার দিকে রনি হোসেনের বাড়িতে আগুন লাগে। তাদের চিৎকারে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। তাদের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে রনি হোসেনের বড় ছেলে মাইদুল ইসলাম শাহাদাতের দগ্ধ মরদেহ খাটের উপর থেকে উদ্ধার করা হয়। আর ছোট ছেলে রাহাদুল ইসলাম গোলাপকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, শিশু দুটির লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এম জি