সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-০৪ ১৫:১৫:৪১
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩০৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, দর কমেছে ৭৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৪ টির।
ডিএসইতে ৪৫০ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৪৬ কোটি ১৯ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৯৭ কোটি ১৭ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫১ পয়েন্টে।
সিএসইতে ১২৮ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৯ টির দর বেড়েছে, কমেছে ৫০ টির এবং ৪৯ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস