‘খালেদা জিয়ার জন্য সর্বোচ্চ মহানুভবতা দেখিয়েছেন প্রধানমন্ত্রী’

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-০৪ ১৫:১১:১৬


খালেদা জিয়াকে বিদেশে পাঠানো আদালতের বিষয় জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়ার জন্য আইন অনুযায়ী সর্বোচ্চ মহানুভবতা দেখিয়েছেন প্রধানমন্ত্রী। আইনে এর চেয়ে বেশি কিছু করার সুযোগ নেই। এটা রাজনৈতিক সিদ্ধান্ত না সেটা প্রমাণ করতে আর কত মহানুভবতা দেখাতে হবে?

বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ফৌজদারী কার্যবিধির ৪০১ ধারায় বিএনপির আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এখন অভিযুক্ত ব্যক্তির (খালেদা জিয়ার) স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে। তবে অভিযুক্ত ব্যক্তি স্থায়ী মুক্তির আর বিদেশে নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করবে কিনা- সেটা তাদের বিষয়। সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।

তিনি আরো বলেন, ৪০১ ধারা যখন নির্বাহীপ্রধান প্রয়োগ করেন তখন বিচার বিভাগের হস্তক্ষেপ করা ঠিক না। বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয় নাই। বেগম জিয়ার পরিবার দরখাস্ত করেছিলেন সেই দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে। আইনে কোথাও তাকে বিদেশে নেওয়ার কথা বলা নাই।

এম জি