ভারতে ভবনে আগুন, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৩-১০-০৬ ১১:৩৪:৫৮
ভারতে মুম্বাইয়ের গোরগাওয়ে আজ শুক্রবার এক সাততলা ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এতে অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরও ৪০ জন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন পুরুষ এবং পাঁচজন নারী। এদের মধ্যে দুইজন শিশু। এ ছাড়া আহত ৪০ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং ২৮ জন নারী।
আহতদের মুম্বাইয়ের এইচবিটি হাসপাতাল এবং কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দিবাগত রাত তিনটা নাগাদ জয় ভবানি ভবনে আগুন লাগে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে-তা এখন পর্যন্ত জানা যায়নি বলে খবরে বলা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে।
এম জি