সাংবাদিকতা অনেক চ্যালেঞ্জিং সময় পার করছে: মির্জা ফখরুল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-০৭ ১৪:২০:০৫
বর্তমান সময়ে সাংবাদিকতা অনেক চ্যালেঞ্জিং সময় পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমানের স্মরণ সভায় একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, একজন সাংবাদিক হিসেবে পেশাদারিত্বের সাথে জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন হাবিবুর রহমান। সাংবাদিক হিসেবে তিনি ছিলেন সাহসী ও পেশাদার। মানুষ হিসেবেও তিনি ছিলেন বন্ধুবৎসল।
দলটির মহাসচিব আরও বলেন, বর্তমানের সংকট কাটাতে হাবিবুর রহমানের মতো সাহসী সাংবাদিক প্রয়োজন। এ সময় তার পরিবারকে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন বিএনপি মহাসচিব।
এ সময় হাবিবের বন্ধু ও সহকর্মীরা বলেন, নিজের ব্যক্তিগত মতাদর্শ কখনোই পেশাগত জীবনে প্রভাব ফেলেনি তার। সত্য কথাটি বলতে দ্বিধা করতেন না সাংবাদিক হাবিব।
এম জি