ইসরাইল-হামাস সংঘাত, যৌথ বিবৃতির বিষয় বিবেচনা করেনি নিরাপত্তা পরিষদ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-০৯ ২০:৪২:২৬
ইসরাইলে হামাসের অতর্কিত হামলা নিয়ে জরুরি বৈঠক ডাকলেও, ঐকমত্যে পৌঁছাতে পারেনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এতে দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে অতর্কিত হামলা চালায় হামাস। এর জবাবে গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইলের সামরিক বাহিনী। এই সংঘাতে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
এর পরিপ্রেক্ষিতে রোববার (৮ অক্টোবর) জরুরি বৈঠক ডাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কিন্তু তারা ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি।
নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের পর মার্কিন সিনিয়র কূটনীতিক রবার্ট উড সাংবাদিকদের বলেন, ‘উল্লেখযোগ্য সংখ্যক দেশ হামাসের হামলার নিন্দা জানিয়েছে, তবে সবাই না।’
কূটনীতিকরা বলছেন, ‘নিরাপত্তা পরিষদ বাধ্যবাধকতাপূর্ণ প্রস্তাব ছাড়া কোনো ধরনের যৌথ বিবৃতির বিষয়টি বিবেচনা করেনি।’
জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ‘যুদ্ধবিরতিতে যাওয়া এবং কার্যকর আলোচনা শুরু করার কথা কয়েক দশক ধরেই বলা হচ্ছিল। এটি মূলত অমীমাংসিত সমস্যার ফল।’
চীনের রাষ্ট্রদূত ঝাং জুন বলেছেন, ‘নিরাপত্তা পরিষদ কিছুই বলেনি, এটি অস্বাভাবিক।’ তিনি এর আগে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব ধরনের হামলার নিন্দা জানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
পশ্চিমতীর কেন্দ্রিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিত্বকারী রাষ্ট্রদূত রিয়াদ মনসুর ইসরাইলী দখলদারিত্ব অবসানের প্রতি জোর দিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘দুঃখজনকভাবে কিছু মিডিয়া ও রাজনীতিবিদের জন্য ইতিহাস তখনই শুরু হয়, যখন ইসরাইলিরা নিহত হন।’
তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং ইসরাইল রুদ্ধদ্বার বৈঠকে ছিল না। কেননা তারা কেউই বর্তমানে নিরাপত্তা পরিষদের সদস্য নয়।
এএ