যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১০-১০ ১৫:৩৮:০৯
নাটোরের নলডাঙ্গায় স্ত্রীকে যৌতুকের জন্য হত্যার দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মো. ওসমান গনি (৬২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
বুধবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ওসমান গনি নলডাঙ্গার বাসুদেবপুর এলাকার মৃত ইসমাইল মৃধার ছেলে।
আইনজীবী আনিসুর রহমান বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রী রোকেয়া বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন ওসমান গনি। রোকেয়া বেগমের বাবার আর্থিক অস্বচ্ছলতা থাকায় ৫ হাজার টাকা দেওয়ার পরে আর টাকা দিতে পারেননি। ওসমান গনির আরও ৫০ হাজার টাকার জন্য চাপ দিতে থাকেন। পরে ২০১৩ সালের ২১ আগস্ট ক্ষীপ্ত হয়ে স্ত্রী রোকেয়া বেগমের গলায় শাড়ি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী ওসমান গনি।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. একাব্বর হোসেন নলডাঙ্গা থানায় বাদী হয়ে মামলা করেন।
সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ওসমান গনিকে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা নিহতের ভাই মামলার বাদী পাবেন বলে জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি ওই কৌঁশুলি।
এম জি