ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-১৩ ১১:১১:২৭
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবার ইসরায়েলের সামরিক পরিকল্পনা ও যুদ্ধ সংক্রান্ত অন্যান্য বিষয়ে খোঁজ-খবর নিতে ইসরায়েল যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। শনিবার তার সেখানে যাওয়ার কথা।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ইসরায়েলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিশদভাবে জানতে করতে প্রতিরক্ষামন্ত্রী সেখানে যাচ্ছেন। এই যুদ্ধে ইসরায়েরেলের কোনো সহায়তা প্রয়োজন হবে কিনা— সফরে সে আলোচনাও হবে হবে।
গত শনিবার ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এর পরপরই রবিবার ইসরায়েলের জন্য অতিরিক্ত গোলাবারুদসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন অস্টিন। সেই সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারে যুদ্ধবিমানের সংখ্যা বাড়ানোর নির্দেশও দেন তিনি।
পেন্টাগনের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা আল আরাবিয়াকে বলেন, আমরা মধ্যপ্রাচ্যে সক্রিয় বিভিন্ন গোষ্ঠীকে এই বার্তা দিতে চাই যে, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ সমর্থন রয়েছে এবং সাম্প্রতিক এই সংঘাতের সুযোগ নিয়ে কেউ যদি ফায়দা লুটতে চায়, সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ কারণেই ভূমধ্যসাগরে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে।
সূত্র: আল আরাবিয়া