রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-১৩ ১২:১২:৩১
রাজধানীর তেজগাঁও নাখালপাড়া পুলপাড় এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক (৩৫) যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবককে হাসপাতালে নিয়ে আসা আল-মাহমুদ জানান, তেজগাঁও শিল্পাঞ্চল নাখালপাড়া পুলপাড় এলাকায় রেললাইন দিয়ে যাওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামী ট্রেনের ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে। নিহত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি।
এম জি