প্রাথমিক ও গণশিক্ষার উপসচিব হলেন শরীফ উদ্দিন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-১৫ ১৪:৫৬:০০


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ব্যবস্থাপক কাজী শরীফ উদ্দিন আহমেদ।

রোববার (১৫ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ব্যবস্থাপক কাজী শরীফ উদ্দিন আহমেদকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এম জি