দর পতনের শীর্ষে মিরাকল ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-১০-১৫ ১৫:৩৬:৫৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮৮০ বারে ১৩ লাখ ১৪ হাজার ২৪৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে ফু-ওয়াং ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪দশমিক ২৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৮৩৫ বারে ৭১ লাখ ৪১ হাজার ২০২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ কোটি ৩৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ১৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৭৩ বারে ২ লাখ ৬২ হাজার ৭৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সিনোবাংলার ৩.৬৮ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৩.৪২ শতাংশ, এমারেল্ড অয়েলের ৩.৩৩ শতাংশ, ইয়াকিন পলিমারের ৩.০৩ শতাংশ, মুন্নু এগ্রোর ২.৮৯ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২.৭৯ শতাংশ এবং জুট স্পিনার্সের শেয়ার দর ২.৭৯ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস