হোটেল থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

সানবিডি২৪ আপডেট: ২০২৩-১০-১৬ ১০:১৮:১০


রাজধানীর মগবাজারে একটি আবাসিক হোটেলে থেকে জাকির হোসেন আজাদী (৪৩) নামের এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় হোটেল কক্ষে কর্পোরেট সংবাদ নামে একটি সংবাদপত্রের আইডি কার্ড পাওয়া যায়।

রোববার (১৫ অক্টোবর) দুপুরের দিকে হোটেলের পাঁচ তলার ৫১৫ নম্বর কক্ষের বাথরুমের ফ্লোরে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত জাকির হোসেন আজাদী একসময় দৈনিক ইত্তেফাক পত্রিকায় সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি শাহ মোহাম্মদ আওলাদ হোসেন।

তিনি বলেন, দীর্ঘদিন থেকে তিনি (জাকির হোসেন আজাদী) ওই হোটেলে থাকতেন। হোটেলের বিলও নিয়মিত পরিশোধ করতেন। হার্ট অ্যাটাক বা অন্য কোনো কারণে মারা যেতে পারেন। তবে আত্মহত্যার চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এম জি