সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম-প্রতীকের পোস্টার ছাপাতে ইসির কমিটি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-১৬ ১৯:৫৪:৩১
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের জন্য মনোনয়নপত্র ও প্রতীকের পোস্টার ছাপাতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ কমিটি মুদ্রণ সংক্রান্ত অন্যান্য কার্যাবলীও যাচাই-বাছাই করবে।
ইসির সংস্থাপন শাখার উপসচিব মো. হেলাল উদ্দিন খান সোমবার (১৬ অক্টোবর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।
কমিটির সদস্যরা হলেন- ইসির উপসচিব মুহাম্মদ মোশারফ হোসেন, মোহাম্মদ মুঞ্জুরুল আলম, সিনিয়র সহকারী প্রধান মোহাম্মদ মাহ্বুব আলম, সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম ও নির্বাচন কর্মকর্তা জেবুন নাহার।
অফিস আদেশে বলা হয়েছে, এ কমিটি সংসদ নির্বাচনের মনোনয়নপত্রসহ ফরম, প্যাকেট, পরিচয়পত্র, আচরণবিধি, প্রতীকের পোস্টার ও নির্দেশিকা ইত্যাদি নির্বাচন সামগ্রী চূড়ান্ত মুদ্রণের আগে যাচাই-বাছাই ও প্রুফ দেখবেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ইতোমধ্যে জানিয়েছেন, আগামী নভেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে হবে ভোটগ্রহণ।
এএ