মা ইলিশ ধরায় ৩৫ জেলে আটক

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১০-১৭ ১১:৪১:০৫


নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ ধরায় ৩৫ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। একই সঙ্গে মাছ ধরার সাতটি জেলে নৌকা জব্দ করা হয়।

সোমবার (১৬ অক্টোবর) রাতে এর সত্যতা নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান।

তিনি বলেন, সোমবার মধ্যরাত থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান করা হয়। এ সময় ইলিশ ধরা অবস্থায় হাতেনাতে এসব জেলেদের আটক করা হয়। একই সময় জব্দ করা হয় সাতটি জেলে নৌকা। তবে আটক জেলেদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক জেলেও রয়েছে।

ওসি আরও বলেন, আটক জেলেদের তথ্য যাচাই বাছাই শেষে পৃথক নিয়মিত সাতটি মামলা দায়ের করা হবে। জব্দকৃত নৌকা নৌ থানা হেফাজতে রয়েছে।

আটককৃত জেলেরা হলেন- আজাদ (১৮),সালাম বেপারী (২২), আব্বাস আলী (২২), ইসমাইল (১৯), মনির (২৭), মোহাম্মদ সরকার (১৯), সোহেল দেওয়ান (১৮), মোবারক (২২), হযরত আলী (১৯) , খলিল বেপারী (২৭) , আফজাল হোসেন (২৪), শাকিল মিজি (২১), খোরশেদ (২২), আলমগীর খান (২৮), আলামিন (২৯), শুকুর আলী (৩০), শাহ আলম (২৫), লিটন ঢালী (২৪), মানিক (১৮), আবুল কালাম (২৫), মজিদকান্দির নূর উদ্দিন হাওলাদার (২৫)।

অপ্রাপ্তবয়স্ক জেলেদের পরিচয়- হৃদয় (১৬), ওমর ফারুক (৯), সুজন (১৫), শাহাজালাল মিয়া (১০), নাজমুল (১৪), রায়হান (১৪), হাবিবুল্লাহ (৭), আমির (৬), ইয়াসিন (৮), শাহাদাত (১১), ফজলুল হক (১৪), অলি উল্লাহ (১৫) ও নাঈম (১৩)।

মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ।

আইন অমান্য করে কোনো জেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও উভয় দণ্ডের বিধান রয়েছে।

এম জি