গাজায় ৩ দিনের শোক ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-১৮ ১৪:৪৯:২৫
গাজা উপত্যকার একটি হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় ৫ শতাধিক লোকের নিহতের কারণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মঙ্গলবার তিন দিনের শোক ঘোষণা করেছেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
হামাস কর্মকর্তারা সেখানে এ হামলার ঘটনায় ইসরাইলকে দায়ী করে বলেছেন, হাসপাতালটিতে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫শতাধিক লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী-শিশুও রয়েছে।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা পরিবেশিত খবরে বলা হয়, আব্বাস এ ঘটনায় ‘তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছেন এবং মুসলিম ব্যাপিস্ট হাসপাতাল গণহত্যার শহীদদের ও আমাদের দেশের নিহত সকল শহীদদের জন্য জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।
এম জি