ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধের আহ্বান শেখ হাসিনার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-১৮ ১৬:৪৩:৪৫


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গাজায় হাসপাতালে হামলার করে শত শত মানুষকে হত্যা করা হচ্ছে। বিশ্ব নেতারা উদ্যোগ নিয়ে এ যুদ্ধ বন্ধ করুন।

শেখ হাসিনা বলেন, আজকে বিশ্বে যুদ্ধ চলছে। কিছুদিন আগে আমরা দেখলাম ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখন আবার ফিলিস্তিনের ওপর আক্রমণ।

তিনি বলেন, ইসরাইলেরও শিশু মারা গেছে ফিলিস্তিনেও মানুষ মারা গেছে। গতকাল দেখলাম হাসপাতালে বোম্বিং করে মানুষ মেরেছে, রক্তাক্ত সেই শিশুদের চেহারা দেখলাম।

প্রধানমন্ত্রী বলেন, আমি বিশ্ব নেতাদের বলবো যুদ্ধ বন্ধ করুন, অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করুন। যুদ্ধ-অস্ত্র মানুষের মঙ্গল আনে না।

এম জি