কবরস্থানে চলে গেছে তত্ত্বাবধায়ক সরকার: ওবায়দুল কাদের

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-১৯ ১৩:৩৭:২৪


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের মুখে সব আজগুবি বক্তব্য। দেশে নেতিবাচক রাজনীতির কারণে বিরোধী দল হিসেবে বিএনপি’র পতন হয়েছে। কবরস্থানে চলে গেছে তত্ত্বাবধায়ক সরকার।

তিনি বলেন, দেশের উন্নয়ন, অর্জন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনার বিকল্প নেই।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর সড়ক ভবনে উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ শান্তি চায়। শান্তি, প্রগতি ও উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, রূপান্তরিত বাংলাদেশের রূপকার শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়নের এই রূপান্তর বিশ্বের কাছে বিস্ময়। মার্কিন প্রেসিডেন্টসহ বিশ্ব নেতারাও এ কারণে প্রধানমন্ত্রীকে গুরুত্ব দেয়।

এম জি