ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭৮৫

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-১৯ ১৯:২৩:০৩


গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৮৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, নিহতদের মধ্যে ১ হাজার ৫২৪ জন শিশু, ১ হাজার নারী এবং ১২০ জন বয়স্ক রয়েছেন।

এ ছাড়াও, আহত হয়েছেন ১২ হাজার ৪৯৩ ফিলিস্তিনি।

বিবিসি জানায়, প্রাণহানির মোট সংখ্যার মধ্যে আল-আহলি আরব হাসপাতালে বিস্ফোরণে নিহতরাও রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওই হাসপাতালে গত মঙ্গলবারের হামলায় ৪৭১ জন নিহত হয়েছেন।

এই হামলার জন্য ইসরায়েলি বিমান বাহিনীকে দায়ী করেছে হামাস। তবে ইসরায়েলের দাবি, গাজা থেকে ভুলক্রমে ছোড়া একটি ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র হাসপাতালটিতে আঘাত করেছে।

এএ