দর বৃদ্ধির শীর্ষে তসরিফা ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-১০-২৩ ১৬:১১:১৪


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৪৩ বারে ৮৫ লাখ ৮৯ হাজার ৪১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৩৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ। ফান্ডটি ২৩৮ বারে ১৮ লাখ ১৯ হাজার ২৫০ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা আরামিট লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ১৮৫ বারে ৯৯ হাজার ৬৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা নেটওয়ার্কের ৭.৮৫ শতাংশ, ন্যাশনাল টি’র ৭.৬২ শতাংশ, এমবি ফার্মার ৭.৪৯ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬.৩৮ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৬.২৪ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৬.১০ শতাংশ এবং মিরাকলের শেয়ার দর ৫.৩৬ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস