পটুয়াখালী-১ আসনের উপনির্বাচন ২৬ নভেম্বর

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-২৪ ১৪:০৫:২৫


পটুয়াখালী-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ নভেম্বর। ২৫তম কমিশন বৈঠক শেষে মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

এ সময় নির্বাচন কমিশন সচিব জানান, শূন্য আসনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ১ নভেম্বর পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় হবে ৯ নভেম্বর।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে ব্যালটে।

গত ২১ অক্টোবর পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূণ্য হয়। এরপরই এ আসনে তফসিল ঘোষণা করলো নির্বাচন কমিশন।

এম জি