দিনের ভোট রাতে হয়েছে এমন কোনো প্রমাণ নাই: পরিকল্পনামন্ত্রী
আপডেট: ২০২৩-১০-২৪ ১৬:৩৮:৩৪
দিনের ভোট রাতে হয়েছে—এটা কেউ দেখেছে কি না, সে প্রশ্ন রেখেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘কোনো প্রমাণ আছে? কোনো মামলা, কারও কোনো অভিযোগ আছে? এখন তো সবার হাতে হাতে ক্যামেরা। কেউ একটা ছবি তুলেছে? নাই। দু-চারজন আছে, এসব উল্টাপাল্টা বলে। উন্নয়ন দেখলে তাদের গা জ্বলে।’
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় স্থানীয় লোকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। গোবিন্দগঞ্জ ডেভেলপমেন্ট গ্রুপ এ সভার আয়োজন করে।
নির্বাচন ছাড়া কোনো উপায় নেই মন্তব্য করে এম এ মান্নান তাঁর বক্তব্যে আরও বলেন, নির্বাচন হবেই। এ ছাড়া কোনো উপায় নেই। স্বাধীনতার প্রতীক নৌকা সব সময়ই আছে। এরপর কত কচুগাছ, পাটগাছ, ধানগাছ, কচুরিপানা এসেছে। কোনো লাভ হয়নি। নৌকা আছে, নৌকা থাকবেই।
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের কথা মানবেন না উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমেরিকা-ব্রিটিশদের কথায় আমরা চলতাম না। মানতাম না। তারা আসুক, কথা বলুক। কথা শুনব। কিন্তু আমাদের দেশ আমরাই চালাব।’
পরিকল্পনামন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, শেখ হাসিনা দেশের খাদেম। তাঁকে সারা বিশ্ব মানে। দেশের ‘লক্ষ-কোটি’ মানুষ তাঁকে সালাম দেন। তিনি পদ্মা সেতু করেছেন। বঙ্গবন্ধু টানেল করেছেন। দেশের হাজার হাজার স্কুল, কলেজ ও মাদ্রাসা করেছেন। এত উন্নয়ন অন্য কেউ করতে পারবে না।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান যুক্তরাজ্যপ্রবাসী আইয়ূব করম আলী। এ সময় আরও বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা তৈয়বুর রহমান, আয়োজক সংগঠনের সহসভাপতি এস এম চয়ন, সাধারণ সম্পাদক আবদুল গফফার, সদস্য জাহিদ হাসান, ছাত্রলীগ নেতা তজম্মুল হক, মিলন মিয়া প্রমুখ।
এএ