৩০ অক্টোবর ঢাকায় জনসভা ডেকেছে ১৪ দল

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১০-২৪ ১৮:১২:৪৫


আগামী ৩০ অক্টোবর ঢাকায় জনসভা করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। মঙ্গলবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় ১৪ দলের এক সভায় এই সিদ্ধান্ত হয়।

রাজধানীর ইস্কাটনে নিজের বাসায় কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে এ কর্মসূচির ঘোষণা দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

আমু বলেন, দেশি কিংবা বিদেশি শক্তির অপতৎপরতায় কিছুই হবে না। দেশের সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন হবে এবং ১৪ দল জোটগতভাবেই নির্বাচনে অংশ নেবে। আগামী ৩০ অক্টোবর রাজধানীতে সমাবেশ করবে ১৪ দল।

এএ