মাদরাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট: ২০২৩-১০-২৫ ১০:০৭:০১


রাজধানীর ডেমরা থানার সারুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকার ছয় তলা মাদরাসা ভবনের ছাদ থেকে পড়ে মো. নাজমুল ইসলাম (১৪) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজমুলের মামা আকরাম হোসেন জানান, তার ভাগিনা ডেমরার সারুলিয়া স্টাফ কোয়াটার দারুণ নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী। সন্ধ্যার দিকে মাদরাসার ছয় তালার ছাদে গেলে হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, নাজমুল কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার দোলখার গ্রামের মাইনউদ্দিনের সন্তান। মাদরাসার দাখিল শ্রেণিতে পড়াশোনা করত, সেখানেই থাকতো সে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়ে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এম জি