জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ আটক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-২৫ ১২:১১:৪৭


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দকে বাসা থেকে আটকের অভিযোগ করেছে দলটি। বুধবার (২৫ অক্টোবর) বেলা ১১ টায় উত্তরার বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের মিডিয়া বিভাগের নেতা আতাউর রহমান সরকার।

তিনি জানান, মতিউর রহমান আকন্দ খুবই অসুস্থ। ইউনাইটেড হসপিটালে আজ ভর্তি হওয়ার কথা ছিল। পুলিশ একটা এম্বুলেন্স করে ওনাকে নিয়ে গেছে।

তিনি আরও জানান, ওনাকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। ২৪ অক্টোবর রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিল। গতকাল এম আর আই করেছে। আজ হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

এম জি