আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১০-২৫ ১৫:৩৮:০১


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে টানা চার দিন আমদানি-রপ্তানি বন্ধের পর পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সকালের দিকে ৫টি ট্রাকে করে ২০ টন মাছ রপ্তানির মধ্য দিয়ে এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন আখাউড়া আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

এর আগে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ২১ অক্টোবর শনিবার থেকে ২৪ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়। টানা ৪ দিন বন্ধের পর বুধবার থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

আখাউড়া আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা চার দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল, তবে আজ থেকে পুনরায় আমদানি রপ্তানি শুরু হয়েছে।

এম জি