পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ার শেল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-২৮ ১৫:০৩:২৮
রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া, পাল্টাধাওয়া ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটেছে। বেলা ১টার দিকে এ ঘটনা শুরু হয়। এরপর পুলিশ বিএনপি নেতাকর্মীদের দিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে শুরু করে।
প্রধান বিচারপতির বাসভবনসংলগ্ন সার্কিট হাউজ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এসময় ওই স্থানে অবস্থিত একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়।
এছাড়া, কাকরাইল মসজিদের সামনের এলাকায় অনেক সময় ধরেই বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে উত্তেজনা চলছিল।
এর আগে, বেলা সোয়া ১২টার দিকে কাকরাইল মসজিদের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বহনকারী একটি বাস ও দুটি পিকআপে হামলা হয়। বিএনপি নেতাকর্মীরা এই হামলা করেছেন বলে অভিযোগ করে আওয়ামী লীগ।
এএ