সিএসইতে লেনদেন ৬২৩ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-১০-২৯ ১৫:৪৯:৩৬


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬ টির, দর কমেছে ৯১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫০ টির।

ডিএসইতে ৪১৩ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৫ কোটি ২৮ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৭৮ কোটি ১৫ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই .৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৭ পয়েন্টে।

সিএসইতে ১২৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪০ টির দর বেড়েছে, কমেছে ৩৯ টির এবং ৪৮ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬২৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস