বিএনপি যা করেছে এগুলো সন্ত্রাসীদের কাজ: তথ্যমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-২৯ ১৭:১৫:৩৯
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যা করেছে তা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না, এগুলো সন্ত্রাসী দলের কাজ। এর দায় নিতে হবে নির্দেশদাতাদেরও।
রোববার (২৯ অক্টোবর) সচিবালয়ে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে কোনো প্রধান বিচারপতির বাসায় হামলার নজির নেই। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তারপরও হামলার অর্থ হলো বিচার বিভাগকে তারা মানে না।
শান্তিপূর্ণ সমাবেশের জন্য সরকার সর্বাত্মকভাবে সহায়তা করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা যেখানে সমাবেশ করতে চেয়েছে সেখানেই পুলিশ অনুমতি দিয়েছে। কিন্তু তারা শান্তিপূর্ণ সমাবেশ না করে সহিংসতা শুরু করেছে।
এম জি