মিরাকল ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
সানবিডি২৪ আপডেট: ২০২৩-১০-২৯ ২০:০২:৫৫
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই,২৩-সেপ্টেম্বর,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই,২৩-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান হয়েছে ৭৬ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৬ টাকা ৬৭ পয়সা।
পর্ষদের সভায় জানানো হয়, দীর্ঘদিন বন্ধ থাকার পর সংস্কার, রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন পরিষেবা পুনঃসংযোগে করে গত ১ অক্টোবর কোম্পানির কার্যক্রম আবারও শুরু হয়। একই সাথে কোম্পানির পরিচালনা পর্ষদ নতুন করে গঠিত হয়। তাই আগের সময়ের কোনো ত্রৈমাসিক হিসাব নতুন পর্ষদের কাছে পাওয়া যায়নি।
এএ