৩ অতিরিক্ত সচিবকে পদায়ন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-৩০ ১২:৫৩:৪৮


অতিরিক্ত সচিব পদমর্যাদার ৩ কর্মকর্তাকে নিজ নিজ মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব নৃপেন্দ্র দেবনাথকে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে, অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খান ও মোঃ গোলাম মোস্তফাকে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এম জি