চট্টগ্রামে বাসে আগুন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১০-৩১ ০৯:৩৬:৫৩
চট্টগ্রাম নগরীর খুলশী থানায় গরীবুল্লাহ শাহ বাস কাউন্টারের সামনে সিটি রুটের ৪ নম্বর বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে বাস কাউন্টারের বিপরীতে প্রাইম ব্যাংকের সামনে এ আগুন দেওয়া হয়।
সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের পরিদর্শক (প্রশাসন) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার রাত ১০টার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি কে স্কয়ারের সামাজিক অনুষ্ঠানে রিজার্ভ যাত্রী এনেছিল। বাসটি রাস্তার পাশে পার্কিং করে তারা ক্লাবে প্রবেশ করলে খালি বাসে কে বা কারা আগুন দিয়েছে তাদের শনাক্ত করা যায়নি। আমরা ঘটনাস্থলে আছি , বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছি। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
এম জি