দর বৃদ্ধির শীর্ষে মেঘনা সিমেন্ট মিলস

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-১০-৩১ ১৬:৫০:৩২


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৮৪১ বারে ৩ লাখ ৫১ হাজার ১২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৫২৬ বারে ৪ লাখ ০১ হাজার ২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭ লাখ টাকা।।

তালিকার ৩য় স্থানে থাকা ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। ফান্ডটি ১ হাজার ১৭৮ বারে ১৬ লাখ ৬০ হাজার ৬২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ২৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৯.৪৮ শতাংশ, সেনা কল্যান ইন্স্যুরেন্সের ৭.৪৮ শতাংশ , রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৭.৩০ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৬.৭৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৩৬ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪.৫৫ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৪৫ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস