চৌধুরী হাসান সারওয়ার্দী গ্রেফতার

আপডেট: ২০২৩-১০-৩১ ১৮:০৪:৩৫


সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

মিথ্যা পরিচয় দিয়ে অন্যের রূপধারণ করে বিশ্বাসভঙ্গের অভিযোগে করা পল্টন থানার মামলায় তাকে সাভার থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

এর আগে আজ বিকেলে সংবাদ সম্মেলনে চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেফতার করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ পণ্ড হওয়ার পর সন্ধ্যায় নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘উপদেষ্টা’ পরিচয়ে মিয়ান আরেফী নামের এক ব্যক্তি নিয়ে আসেন হাসান সারওয়ার্দী। পরে মার্কিন দূতাবাস থেকে জানানো হয়, এ ধরনের খবর পুরোপুরি গুজব।

রোববার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে। সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এএ