সংসদ নির্বাচনে ইসিকে সহায়তার আশ্বাস প্রধান বিচারপতির

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-০১ ১৮:৩৬:৫১


দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় বিচারকরা যেন নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে প্রধান বিচারপতির সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন।

এ সময় সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বুধবার (১ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে এ সহায়তার আবেদন করেন।

বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের সময় নিম্ন আদালত বন্ধ থাকবে। সে সময় বিচার কাজ কীভাবে চলবে তা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে। তবে তফসিল বিষয়ে কোনো কথা হয়নি বলে জানান তিনি।

এদিকে বুধবার (১ নভেম্বর) থেকে নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে। এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

এ অবস্থায় নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠকে বসলো।

এছাড়া আগামী রোববার (৫ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ইসির বৈঠকের কথা রয়েছে।

এএ