বৈশ্বিক বাজারে নিম্নমুখী তামার বাজার

সানবিডি২৪ আপডেট: ২০২৩-১১-০২ ০৯:২৯:৩২


বৈশ্বিক বাজারে সামান্য কমেছে তামার দাম। চীনের দুর্বল অর্থনৈতিক পুনরুদ্ধার ও মার্কিন ডলারের বিনিময় মূল্য বাড়ায় নিম্নমুখী হয়েছে শিল্পধাতুটির বাজার। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস মেয়াদি সরবরাহ চুক্তিতে বুধবার তামার দাম কমেছে দশমিক ১ শতাংশ। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ৮ হাজার ১০১ ডলার ৫০ সেন্টে। এ নিয়ে টানা তিন মাস ধরে নিম্নমুখী প্রবণতা যাচ্ছে ধাতুটির বাজারে। এদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে সর্বোচ্চ লেনদেন হওয়া ডিসেম্বর চুক্তিতে তামার দাম দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি টনের দাম দাঁড়িয়েছে ৬৭ হাজার ২১০ ইউয়ান।

কাইশিন জরিপে দেখা গেছে, ‘‌চীনের কারখানা কার্যক্রম অপ্রত্যাশিত হারে কমে গেছে।’ ফলে তামার শীর্ষ ভোক্তা দেশটিতে ধাতুটির চাহিদা কমে গেছে। এসঅ্যান্ডপি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পিএমআই সূচক সেপ্টেম্বরের ৫০ দশমিক ৬ থেকে অক্টোবরে ৪৯ দশমিক ৫ পয়েন্টে নেমে এসেছে। জুলাইয়ের পর এটিই প্রথম সংকোচন এবং বিশ্লেষকদের ৫০ দশমিক ৪ পয়েন্ট পিএমআই প্রত্যাশা পূরণ হয়নি।

এদিকে এলএমইতে অ্যালুমিনিয়াম দশমিক ৩ শতাংশ কমে টনপ্রতি ২ হাজার ২৪৫ ডলারে দাঁড়িয়েছে। টিন দশমিক ৬ শতাংশ কমে টনপ্রতি ২৩ হাজার ৯৩৫ ডলারে নেমেছে। দস্তা দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪২৩ ডলারে, নিকেলের দাম কমেছে দশমিক ৭ শতাংশ। মূল্য নেমেছে ১৮ হাজার ডলারে। তবে সিসা দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৬ ডলার ৫০ সেন্টে।

সাংহাই ফিউচার এক্সচেঞ্জে অ্যালুমিনিয়াম দশমিক ১ শতাংশ কমে টনপ্রতি ১৯ হাজার ১৮৫ ইউয়ান, দস্তা ১ দশমিক ১ শতাংশ কমে ২০ হাজার ৯৩০, সিসা দশমিক ২ শতাংশ কমে ১৬ হাজার ২৬৫, নিকেল ২ দশমিক ৫ শতাংশ কমে ১ লাখ ৪১ হাজার ৪০ এবং টিন ৩ দশমিক ৭ শতাংশ কমে ২ লাখ ৫ হাজার ৬০ ইউয়ানে নেমেছে।

এনজে