হজের খরচ কমল ৯২ হাজার টাকা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-০২ ১৪:৫০:৩৯
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে গত বছর প্যাকেজের সর্বনিম্ন মূল্য ছিল ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ছিল ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা। এবার গত বছরের তুলনায় সরকারি প্যাকেজ মূল্য ৯২ হাজার ৪৫০ টাকা কম নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের শুরুতে সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে কয়েক দফায় সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় হজ প্যাকেজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল সরকার।
এম জি