১৫ বছরের সর্বনিম্নে নামতে পারে ভারতের তুলা উৎপাদন

সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-০৪ ১০:৫৬:৩৫


ভারতে তুলা উৎপাদন ২০২৩-২৪ মৌসুমে আশঙ্কাজনক হারে কমার পূর্বাভাস দিয়েছে দেশটির কটন অ্যাসোসিয়েশন (সিএআই)। সিআইএ বলছে, এবার ২ কোটি ৯৫ লাখ ১০ হাজার বেলে (প্রতি বেল ১৭০ কেজি) নামতে পারে পণ্যটির উৎপাদন, যা ১৫ বছরে সর্বনিম্ন এর কারণ হিসেবে আবহাওয়ায় এল নিনোর বিরূপ প্রভাবের কথা বলছে কটন অ্যাসোসিয়েশন। খবর দি ইকোনমিকস টাইমস।

ভারতে তুলার মৌসুম অক্টোবর থেকে শুরু হয়ে পরবর্তী বছরের সেপ্টেম্বর পর্যন্ত চলে। ২০২২-২৩ বিপণন বর্ষে ৩ কোটি ১৯ লাখ ৯০ হাজার বেল তুলা উৎপাদন হয়েছিল। এ বছর সেখান থেকে উৎপাদনের পরিমাণ ৭ দশমিক ৪৯ শতাংশ কমে আসবে। শুধু সিএআইয়ের হিসাবেই নয় সরকারি প্রাক্কলনেও তুলার উৎপাদন কমার পূর্বাভাস দেয়া হয়েছে। সরকারি জরিপে ২০২৩-২৪ মৌসুমে ৩ কোটি ১৬ লাখ ৫০ হাজার বেল তুলা উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে।

সম্প্রতি প্রকাশিত পূর্বাভাস প্রতিবেদনে সিএআই বলছে, ২০০৮-০৯ সালের পর ২০২৩-২৪ মৌসুমই হতে যাচ্ছে সবচেয়ে কম ফলন মৌসুম। চলতি মৌসুমে তুলা আবাদি জমির পরিমাণ কমে যেতে পারে ৫ দশমিক ৫ শতাংশ। পাশাপাশি ২০ শতাংশ ফলন কম পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সিএআইয়ের প্রাক্কলন বলছে, ২০২৩-২৪ বিপণন বছরে গুজরাটে ৮৫ লাখ বেল, মহারাষ্ট্রে ৭৬ লাখ, তেলেঙ্গানায় ৩০ লাখ, কর্ণাটকে ১৮ লাখ ৫০ হাজার, মধ্য প্রদেশে ১৮ লাখ ও হরিয়ানায় ১৬ লাখ বেল তুলা উৎপাদন হবে।

১ অক্টোবরের ২৮ লাখ ৯০ হাজার বেল মজুদ নিয়ে বছর শুরু করেছে ভারত। তবে উৎপাদন কমায় চলতি বছর ২২ লাখ বেল তুলা আমদানি করতে পারে দেশটি।

এনজে