বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর গ্রেপ্তার

আপডেট: ২০২৩-১১-০৫ ১২:২২:২২


খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে (বীর উত্তম) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিএনপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে আজ ভোরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির আরেক ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে।

এম জি