কালিয়াকৈরে বাসে আগুন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১১-০৬ ০৯:১৮:৪৫


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুফিপুর এলাকায় কেপি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সফিপুর ওভারব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মাটিকাটা এলাকা থেকে ক্ষেপি পরিবহনটি কোনাবাড়ি যাওয়ার উদ্দেশে ছেড়ে আসে। সফিপুর বাজারের পূর্ব পাশে পৌঁছালে গাড়ি ধীরগতি থাকায় চার পাঁচজন যুবক গাড়িতে উঠে। পরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় চালক হেলপার গাড়ি থেকে নেমে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। তবে দুর্বৃত্তদের কাউকে পাওয়া যায়নি।

এম জি