বিএনপিকে নিশ্চিহ্ন করতে তারেক রহমানই যথেষ্ট: তথ্যমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-০৬ ১৫:৫৬:১৪


সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা চলছে। এটা রাজনীতি নয়। আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাচ্ছি না। বিএনপি নিশ্চিহ্ন করতে তারেক রহমানই যথেষ্ট। সে সন্ত্রাসে মদদ দিয়ে বিএনপিকে মুসলিম লীগের পর্যায়ে নিয়ে যাচ্ছে।

সোমবার (৬ নভেম্বর) সচিবালয়ে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সাথে মতবিনিময় শেষে এ মন্তব্য করেন তিনি।

এসময় জলবায়ু পরিবর্তন বিষয়ে বড় বড় দেশগুলোর ভূমিকা নিয়ে সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের রাজনীতি অস্ত্র বিক্রেতাদের হাতে চলে গেছে। যুদ্ধের জন্য অঢেল টাকা থাকে, কিন্তু মানুষের সুরক্ষাতে তাদের অর্থ কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ধনী দেশগুলোকে বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন ড. হাছান মাহমুদ।

এম জি