বিএনপি-জামায়াত শুধু ইসলামের নয়, মানবতারও শত্রু: তথ্যমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-০৮ ১৩:৫১:৩৮


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইসরায়েল পাখি শিকারের মত মানুষ হত্যা করলেও বিএনপি-জামায়াতের পক্ষ থেকে কোন প্রতিবাদ করা হয়নি। একটি শব্দও তারা উচ্চারণ করেনি।

তিনি বলেন, বিএনপি-জামায়াত শুধু ইসলামের শত্রু নয়, তারা মানবতারও শত্রু।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে কাকরাইলের আইডিইবি ভবনে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিএনপি-জামায়াতের আচরণ মীরজাফরের মতো উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, তারা ক্ষমতায় যাওয়ার জন্য দেশ বিক্রি করতেও কার্পণ্য করবে না। তিনি আরও বলেন, সরকার সকল আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধ পরিকর। আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয় দলটি নিজেই ফয়সালা করবে বলেও জানান তিনি।

নির্বাচন নিয়ে বিদেশীদের হস্তক্ষেপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বন্ধুরা পরামর্শ দিতেই পারে। তবে অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামানো কাম্য নয়।

এম জি