এমপি এনামুলের বিরুদ্ধে চাকরির প্রলোভনে ছাত্রীকে ৭ বছর ধরে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১১-০৮ ২১:১৩:০৫


রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি এনামুল হকের বিরুদ্ধে আবারও নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এক তরুণীর সঙ্গে তার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ওই তরুণী অভিযোগ করেন, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছর ধরে এমপি এনামুল তাকে ধর্ষণ করছেন।

এ বিষয়ে এনামুল হক সাংবাদিকদের বলেন, ‘অভিযোগ নিয়ে কী বলব? যারা অভিযোগ করছেন, তাদেরই জিজ্ঞাসা করেন।’

এদিকে বুধবার সকাল ১১টার দিকে রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে এনামুল হকের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। ‘সচেতন বাগমারাবাসী’র ব্যানারে মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, প্রায়ই নারীদের সঙ্গে এমপির আপত্তিকর ভিডিও-অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে। তার কাছে বাগমারার কোনো নারী নিরাপদ নন। দুর্নীতিবাজ ও চরিত্রহীন এমপির কারণে আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আমরা তার শাস্তি চাই। একই সঙ্গে আগামী নির্বাচনে এনামুল হককে মনোনয়ন না দিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান আন্দোলনকারীরা।

ভিডিওতে রাজশাহী কলেজের ছাত্রী পরিচয় দিয়ে ওই তরুণী বলেন, ‘চাকরি দেওয়ার নাম করে এমপি এনামুল হক আমাকে সাত বছর ধরে ধর্ষণ করে আসছেন। কিন্তু চাকরি দেননি।’ এমপির সঙ্গে পরিচয়ের বিষয়ে তিনি জানান, কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করার সময় তিনি এনামুল হকের নজরে পড়েন। এরপর ফোন করে প্রেমের প্রস্তাব দেন। পরে চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে মেলামেশা করেছেন।

আগেও একাধিক নারীর সঙ্গে এনামুল হকের অডিও-ভিডিও ফেসবুকে ছড়িয়েছে। এর মধ্যে সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিও চ্যাটে নারীর উদ্দেশে অশ্লীল কথা বলতে দেখা যায় এমপিকে। এ ছাড়া আয়েশা আক্তার লিজা নামে এক নারী তার সঙ্গে গোপনে প্রেম ও বিয়ের তথ্য প্রকাশ করেন। এরপর এনামুল হক তাকে ডিভোর্স দিয়ে আলোচিত হন।

এএ