কয়েকদিনে রাজনীতিতে অনেক কিছু ঘটবে: তথ্যমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-১০ ১৬:৫১:৩২
বিএনপির আন্দোলন হচ্ছে ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে গাড়ি ভাঙচুর, অগ্নিসন্ত্রাস চালানো বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, আগামী কয়েকদিনে রাজনীতিতে অনেক কিছুই ঘটবে; তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
শুক্রবার (১০ নভেম্বর) এক মতবিনিময় সভায় একথা বলেন মন্ত্রী।
গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের গণমাধ্যমের মতপ্রকাশের যে স্বাধীনতা রয়েছে, তা উন্নত বিশ্বের অনেক দেশের চেয়েও ভালো। এদেশে গণমাধ্যমের যে অবাধ স্বাধীনতা রয়েছে, তেমনি দায়িত্বশীলতারও যথেষ্ট অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এম জি