সহিংসতার ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার ৩২৪
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-১০ ১৯:৫৯:১৮
২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও পরবর্তী সময়ে হরতাল অবরোধে বিভিন্নস্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১০ নভেম্বর) দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গত ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সর্বমোট ৩২৪ জনকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সম্প্রতি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতকারী, স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
গত ২৮ অক্টোবর কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ দেশের বিভিন্ন স্থানে নৃশংস হামলা চালানো হয়। এছাড়া, গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালানো হয়।
পরে বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন ভাংচুর এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটায়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, শুক্রবার (১০ নভেম্বর) র্যাব ফোর্সেস সাভার মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে বিরোধী দলের অবরোধ চলাকালে কতিপয় দুষ্কৃতকারী আকস্মিকভাবে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে পুলিশ সদস্য কনস্টেবল আমিরুলকে এলোপাতাড়ি ইট, লাঠি ও রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে নৃশংসভাবে ঘটানো হত্যাকাণ্ডে ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং কেরানীগঞ্জে নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে যুবদলের সহ-সভাপতি রেজাউল কবীর ওরফে পলকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত সর্বমোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। গত ২৮ অক্টোবর হামলা ও নাশকতাসহ পর থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সাথে জড়িত সর্বমোট ৩২৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এএ